
মইরা গেলে ফিইরা আসেনা গজল লিরিক্স | Moira Gele Fira Asena Gojol Lyrics নিখুত ভাবে দেখুন।
মইরা গেলে ফিইরা আসেনা গজল Release Date : Dec 1 2022
Holy Tune presents Islamic Song : Bangla Gojol | মইরা গেলে ফিইরা আসেনা | Moira Gele Fira Asena | Misa Sawdagar | Muhammad Badruzzaman
Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed,
Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and videos From Our Holy Tune App. So Don’t forget to Download “Holy Tune” App ননস্টপ ইসলামী সংগীত উপভোগ করতে ডাউনলোড করুন “Holy Tune” এ্যাপ |
মইরা গেলে ফিইরা আসেনা গজল লিরিক্স
Song : Moira Gele Fira Asena
Artist : Muhammad Badruzzaman
Lyric : Rafiqul Islam Tawhid
Tune : Muhammad Badruzzaman
Cast : Misha Sawdagar and Others
Record Label : Holy Tune Studio
Sound Design : Tanjim Reza
Video Director : Yamin Elan
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
মইরা গেলে ফিইরা আসেনা গজল লিরিক্স
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন যানো না….
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা
মাটির খাছা ভাইংগা যেইদিন
মইরা যাইব পাখি
পইরা রইব খাছা আমার
দেখবে সবার আখি
চার পা ওলা চোউকি দিয়া যাবে
আমার লাশটা নিয়া
সারে তিন হাত খুরবে কবর….
তারি খবর রাখলাম না
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা
ও ও ও ও ও….
সারা জনম শোধস খাইয়া
করছ নতুন বাড়ি
শুধের টাকায় ঘুশের টাকায়
কিনেছ তুমি গাড়ি…
কি আর হিবে গাড়ি দিয়া
কি আর হবে বাড়ি দিয়া
সবকিছুই তো রবে পরে….
মইরা গেলে ফিইরা আসেনা গজল লিরিক্স
সংগে কিছুই যাবে না….
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা….
এই দুনিয়ার মায়ায় পইরা
ভুইলা গেছ সবি..
রক্তে মাংসে গরা খাছা
দিয়েছেন তো রবই,
রবের হুকুম পালন করো
কুরাআন হাদিস আকরে ধর
প্রভুর কাছে ফিইরা যাইবা…
আর তো ফিরা আইবা না…..
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন যান না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা।
